Hanuman Chalisa in Bengali – হনুমান চালিসা

Bengali, Hanuma Jul 25, 2023

hanuman chalisa lyrics in bengali

Hanuman Chalisa

দোহা-
শ্রী গুরু চরণ সরোজা রাজা
নিজামনা মুকুরা সুধারী
বরণৌ রঘুবরা বিমলা যশা
জো দায়কা ফলছড়ি ||

মনহীন সে জানিকে
সুমিরঃ পবনকুমার
বালা বুদ্ধি বিদ্যা দেহু মোহি৷
হারাহু কালেসা ভিকারা ||

চৌপাই-
জয়া হনুমান জ্ঞানগুণসাগর |
জয়া কাপীষা তিহু লোকা উজাগর || 1 ||

রামদূত অতুলিতা বলধামা |
অঞ্জনীপুত্র পবনসুতা নম || 2 ||

মহাবীর বিক্রম বজরঙ্গী |
কুমতি নিওয়ারা সুমতি কে সংগী || 3 ||

কাঞ্চনা বরণ বীরজা সুবেষা |
কাননা কুণ্ডলা কুঞ্চিতা কেশা || 4 ||

হঠ বজ্র অরা ধ্বজা বিরাজই |
কান্ধে মুঞ্জা জানেউ সাজাই || 5 ||

শঙ্করা সুভানা কেশরিনন্দনা |
তেজা প্রতাপ মহা জগবন্দনা || 6 ||

বিদ্যাবনা গুণী আতিচাথুরা |
রাম কাজ করিভে কো অতুরা || 7 ||

প্রভু চরিত্র সুনিভ কো রাশিয়া |
রাম লক্ষনা সীতা মন বাসিয়া || 8 ||

মিনিয়েচার ধরি সিয়াহি দিখাওয়া |
বিকাতরূপ ধরি লঙ্কা জারওয়া || 9 ||

ভীমরূপ সহ অসুর বধ |
রামচন্দ্র কে কাজা সামওয়ারে || 10 ||

লায়া সঞ্জীবনা লাখনা জিয়ায়ে |
শ্রীরঘুবীর হরশি ভুরা লেয় || 11 ||

রঘুপতি কীন্হি বহুতা বাদাই |
তুমা মম প্রিয়া ভারত সমা ভাই || 12 ||
[**পথভেদঃ- কহা ভারত সমা তুমা প্রিয়া ভাই**]

সহসা বদনা তুমহারো যশা গভাই |
আস কহি শ্রীপতি কান্ত লাগাই || 13 ||

সনকাদিক ব্রহ্মাদি মুনিষা |
নারদ সারদা সহ আহিশা || 14 ||

যম কুবের দিগপাল জাহান তে |
কবি কোভিদা কাহি সাকে কাহান তে || 15 ||

তুমা উপকার সুগ্রীভাহি কীনহা |
রাম মিলায় রাজা পদ দেনহা || 16 ||

তুমহারো মন্ত্র বিভীষণ মন |
লঙ্কেশ্বর ভয়ে সব জাগা জানা || 17 ||

যুগ সহস্র যোজনা পর ভানু |
লীলিও তাহি মথুরা ফালা জানু || 18 ||

hanuman chalisa lyrics in bengali

No Comments

Leave a comment

Love it? Please rate us

Your email address will not be published. Required fields are marked *